চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল) তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার আনোয়ারপুরের হঠাৎপাড়া থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দর্শনার আনোয়াপুর এলাকার আমিনুল ইসলাম (৪৫), একই এলাকার মিতুল মিয়া (৪০) ও শফিকুল ইসলাম (২০)।
আমিনুল ইসলাম জেলা শ্রমিক দলের সদস্য এবং মিতুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা গেছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন মাদক কারবারির ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসেন খান বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য বিপুল পরিমাণ স্পিরিট ওই বাড়িতে মজুত রাখা হয়েছিল। এসব রেকটিফাইড স্পিরিট কেরু অ্যান্ড কোম্পানি থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়।
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল) তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার আনোয়ারপুরের হঠাৎপাড়া থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দর্শনার আনোয়াপুর এলাকার আমিনুল ইসলাম (৪৫), একই এলাকার মিতুল মিয়া (৪০) ও শফিকুল ইসলাম (২০)।
আমিনুল ইসলাম জেলা শ্রমিক দলের সদস্য এবং মিতুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা গেছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন মাদক কারবারির ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসেন খান বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য বিপুল পরিমাণ স্পিরিট ওই বাড়িতে মজুত রাখা হয়েছিল। এসব রেকটিফাইড স্পিরিট কেরু অ্যান্ড কোম্পানি থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৮ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৪ মিনিট আগে