Ajker Patrika

খুলনায় চায়ের দোকানে যুবককে গুলি, পালানোর সময় আটক ১

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মডার্ন সি ফুডের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান মানিক (২৫) বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি মডার্ন সি ফুড কোম্পানিতে কাজ করেন। আটক হওয়া ব্যক্তির নাম রাসেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইমরান কোম্পানির সামনে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তা তাঁর পায়ে লাগে। পরে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে মোটরসাইকেলে থাকা একজনকে ধরে ফেলেন। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে শ্রমিকের ওপর গুলির ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানাতে পারেননি ওসি।

তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য ব্যক্তিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত