ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য জানান।
নিহত দুজন হলেন বাসচালক বরগুনার আমতলী এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬) এবং বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২)। এ ঘটনায় আহত খুলনার সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াছিন হোসেন (১৯) হাসপাতালে চিকিৎসাধীন।
চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে যাত্রী নামাচ্ছিল। এ সময় বাসের চাকায় সমস্যা হলে চালক ও সহকারী তা ঠিক করার জন্য নিচে নেমে আসেন।
এ সময় খুলনা থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) বাসের পেছন থেকে ধাক্কা দেয়। তাতে বাসচালক বশির মৃধা, তাঁর সহকারী ইয়াছিন হোসেন ও পূর্ণ চন্দ্র দাস গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বশির মৃধা ও পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নজরুল ইসলাম (৪৬) ও তাঁর সহকারী শান্ত হোসেনকে (২২) আটক করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। তা ছাড়া ডলফিন পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানটি চুকনগর হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য জানান।
নিহত দুজন হলেন বাসচালক বরগুনার আমতলী এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬) এবং বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২)। এ ঘটনায় আহত খুলনার সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াছিন হোসেন (১৯) হাসপাতালে চিকিৎসাধীন।
চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে যাত্রী নামাচ্ছিল। এ সময় বাসের চাকায় সমস্যা হলে চালক ও সহকারী তা ঠিক করার জন্য নিচে নেমে আসেন।
এ সময় খুলনা থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) বাসের পেছন থেকে ধাক্কা দেয়। তাতে বাসচালক বশির মৃধা, তাঁর সহকারী ইয়াছিন হোসেন ও পূর্ণ চন্দ্র দাস গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বশির মৃধা ও পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নজরুল ইসলাম (৪৬) ও তাঁর সহকারী শান্ত হোসেনকে (২২) আটক করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। তা ছাড়া ডলফিন পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানটি চুকনগর হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৪ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৫ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩১ মিনিট আগে