গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
অনাবৃষ্টির কারণে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের গাংনীর চাষিরা। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। পাট নিয়ে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। আর আকাশ থেকে যতটুকু বৃষ্টি হচ্ছে তা দ্রুত শুকিয়ে যাচ্ছে। আর এই সুযোগে পুকুর মালিকেরা মাছ ধরে নিয়ে পাট জাগ দেওয়ার জন্য পুকুর ভাড়া দিতে শুরু করেছে। এ কারণে বাড়তি খরচ গুনতে হচ্ছে চাষিদের।
জানা গেছে, গত বছর বিঘাপ্রতি পাট চাষিদের কাছ থেকে পুকুর মালিকেরা ১২ শ থেকে ১৫ শ টাকা করে নিয়েছেন। এ বছর পুকুর ভাড়া আরও বেশি নেবে বলে শোনা যাচ্ছে।
উপজেলার বামন্দী মাঠের পাট চাষি আলফাজ উদ্দিন বলেন, ‘গত বছর পানির অভাবে পাট জাগ দিতে সমস্যা হয়েছিল। তাই বাধ্য হয়ে অন্যের পুকুরে ১৫ শ টাকা ভাড়া দিয়ে পাট জাগ দিতে হয়েছিল। তাতে বাড়তি টাকা গুনতে হয়েছিল আমাদের। সবকিছুর খরচ বেড়ে গেছে। মজুরি খরচ জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা, পাটের ছাল ছাড়ানো খরচ, গাড়ি ভাড়া করে জমি থেকে পুকুরে আনা সব মিলিয়ে অনেক খরচ বেড়ে গেছে। তবে পাটের ভালো দাম পেলে লোকসান গুনতে হবে না চাষিদের।’
উপজেলার তেরাইল মাঠের পাট চাষি আব্দুস সাত্তার বলেন, কিছুদিন আগেও যেভাবে বৃষ্টি হচ্ছিল, তাতে মনে হচ্ছিল খাল-বিল পুকুরে পানি জমবে। কিন্তু তারপর থেকে আর তেমন পানির দেখা মেলেনি। তাই সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট জাগ দিতে হবে মনে হচ্ছে। আর এভাবে পাট জাগ বা পচন দিতে গিয়ে বড় অঙ্কের টাকা গুনতে হবে কৃষকের।
ভরাট গ্রামের পাট চাষি জিয়ারুল ইসলাম বলেন, ‘তেরাইল ভরাট গ্রামের খালে যে পানি আছে তাতে পাট পচাতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। কারণ যে পানি রয়েছে তাতে পাট ডোবানো যাচ্ছে না। তারপরও পাট জাগ দিতে গিয়ে মনে হচ্ছে সিরিয়াল দিতে হবে। অনেকে নিজের জমিতে গর্ত করে শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে পানি দিয়ে পাট পচাচ্ছে। এক বিঘা পাট আবাদ করে ঘরে তুলতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে প্রায় ১৮ হাজার টাকা। আর পাট বিক্রি করে মূল টাকা উঠবে কিনা সন্দেহ। তবে যদি দাম ভালো থাকে তাহলে লোকসান গুনতে হবে না।’
করমদী গ্রামের পুকুর মালিক মো. ইজাজ উদ্দিন বলেন, ‘পুকুরে এবার তেমন মাছ ছিল না। তাই যা ছিল ধরে বিক্রি করে দিয়েছি। বিঘাপ্রতি পাট জাগ দিতে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে পাব। পাটের মৌসুম চলে গেলে পুকুরের পানি শোধন করে আবার মাছ চাষ করব।’
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর উপজেলায় সাড়ে ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। অনাবৃষ্টির কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল চাষিদের। চলতি বছর ৮ হাজার ৮২০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, পর্যাপ্ত বৃষ্টি না হলে পাট জাগ দেওয়া নিয়ে চরম ভোগান্তি হবে পাট চাষিদের। পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ গুনতে হবে তাদের। বৃষ্টি হলে এই দুর্ভোগ থাকবে না। তা ছাড়া রিবোন পদ্ধতি ব্যবহার করলে চাষির কিছুটা খরচ কমবে।’
অনাবৃষ্টির কারণে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের গাংনীর চাষিরা। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। পাট নিয়ে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। আর আকাশ থেকে যতটুকু বৃষ্টি হচ্ছে তা দ্রুত শুকিয়ে যাচ্ছে। আর এই সুযোগে পুকুর মালিকেরা মাছ ধরে নিয়ে পাট জাগ দেওয়ার জন্য পুকুর ভাড়া দিতে শুরু করেছে। এ কারণে বাড়তি খরচ গুনতে হচ্ছে চাষিদের।
জানা গেছে, গত বছর বিঘাপ্রতি পাট চাষিদের কাছ থেকে পুকুর মালিকেরা ১২ শ থেকে ১৫ শ টাকা করে নিয়েছেন। এ বছর পুকুর ভাড়া আরও বেশি নেবে বলে শোনা যাচ্ছে।
উপজেলার বামন্দী মাঠের পাট চাষি আলফাজ উদ্দিন বলেন, ‘গত বছর পানির অভাবে পাট জাগ দিতে সমস্যা হয়েছিল। তাই বাধ্য হয়ে অন্যের পুকুরে ১৫ শ টাকা ভাড়া দিয়ে পাট জাগ দিতে হয়েছিল। তাতে বাড়তি টাকা গুনতে হয়েছিল আমাদের। সবকিছুর খরচ বেড়ে গেছে। মজুরি খরচ জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা, পাটের ছাল ছাড়ানো খরচ, গাড়ি ভাড়া করে জমি থেকে পুকুরে আনা সব মিলিয়ে অনেক খরচ বেড়ে গেছে। তবে পাটের ভালো দাম পেলে লোকসান গুনতে হবে না চাষিদের।’
উপজেলার তেরাইল মাঠের পাট চাষি আব্দুস সাত্তার বলেন, কিছুদিন আগেও যেভাবে বৃষ্টি হচ্ছিল, তাতে মনে হচ্ছিল খাল-বিল পুকুরে পানি জমবে। কিন্তু তারপর থেকে আর তেমন পানির দেখা মেলেনি। তাই সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট জাগ দিতে হবে মনে হচ্ছে। আর এভাবে পাট জাগ বা পচন দিতে গিয়ে বড় অঙ্কের টাকা গুনতে হবে কৃষকের।
ভরাট গ্রামের পাট চাষি জিয়ারুল ইসলাম বলেন, ‘তেরাইল ভরাট গ্রামের খালে যে পানি আছে তাতে পাট পচাতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। কারণ যে পানি রয়েছে তাতে পাট ডোবানো যাচ্ছে না। তারপরও পাট জাগ দিতে গিয়ে মনে হচ্ছে সিরিয়াল দিতে হবে। অনেকে নিজের জমিতে গর্ত করে শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে পানি দিয়ে পাট পচাচ্ছে। এক বিঘা পাট আবাদ করে ঘরে তুলতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে প্রায় ১৮ হাজার টাকা। আর পাট বিক্রি করে মূল টাকা উঠবে কিনা সন্দেহ। তবে যদি দাম ভালো থাকে তাহলে লোকসান গুনতে হবে না।’
করমদী গ্রামের পুকুর মালিক মো. ইজাজ উদ্দিন বলেন, ‘পুকুরে এবার তেমন মাছ ছিল না। তাই যা ছিল ধরে বিক্রি করে দিয়েছি। বিঘাপ্রতি পাট জাগ দিতে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে পাব। পাটের মৌসুম চলে গেলে পুকুরের পানি শোধন করে আবার মাছ চাষ করব।’
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর উপজেলায় সাড়ে ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। অনাবৃষ্টির কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল চাষিদের। চলতি বছর ৮ হাজার ৮২০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, পর্যাপ্ত বৃষ্টি না হলে পাট জাগ দেওয়া নিয়ে চরম ভোগান্তি হবে পাট চাষিদের। পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ গুনতে হবে তাদের। বৃষ্টি হলে এই দুর্ভোগ থাকবে না। তা ছাড়া রিবোন পদ্ধতি ব্যবহার করলে চাষির কিছুটা খরচ কমবে।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৯ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩০ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৫ মিনিট আগে