নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার সময় খুলনা নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন। এ সময় তাঁর স্ত্রী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহারও ভোট দেন।
সকাল ৮টা থেকে নগরীর কেন্দ্রগুলোতে ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি রয়েছে খুবই কম। ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে, মানুষ আস্তে-ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’
ভোটের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে জানিয়ে নৌকার প্রার্থী বলেন, ‘জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব। মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে।’
কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার সময় খুলনা নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন। এ সময় তাঁর স্ত্রী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহারও ভোট দেন।
সকাল ৮টা থেকে নগরীর কেন্দ্রগুলোতে ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি রয়েছে খুবই কম। ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে, মানুষ আস্তে-ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’
ভোটের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে জানিয়ে নৌকার প্রার্থী বলেন, ‘জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব। মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে।’
কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১২ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
১ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে