শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
‘ছাওয়ালডা বেঁচে আছে–নাকি মরে গেছে এতটুকু জানতি চাই’, চারডে বছর হতি গেছে আজও তার কোনো সন্ধান পাচ্ছি নে’ কথাগুলো শেষ না হতেই কান্নায় ভেঙে পড়েন কফিল উদ্দীন শেখ (৭১)।
স্বজনদের চেষ্টায় নিজেকে সামলে এ বৃদ্ধ বলেন, ‘গরু আনার কথা বলে তারা নে গেল, সক্কলি ফিরে এলেও শুধু আমার সন্তানডার হদিস নেই, জঙ্গলে মেরে ফিরে এসে এখন আবার মামলা তুলতি হুমকি দেচ্ছে।’
তথ্য মতে, জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা কফিল উদ্দীন শেখ। ২০২১ সালে ২০ জানুয়ারি রাতে ভারত থেকে অবৈধভাবে গরু আনার কথা বলে তার ছেলে রতন শেখকে স্থানীয় চোরাকারবারিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ অবদি তার কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনার থানায় অভিযোগ দিলে পুলিশ আমলে না নিলে কফিল উদ্দীন আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে থানায় মামলায় দায়ের হলেও কোন কুল কিনারা হয়নি। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়ার পাশাপাশি সাক্ষীদের নানাভাবে হয়রানি করছে আসামিরা।
রতনের বোন রত্না বেগমসহ স্থানীয়রা জানান, সাহেবখালীর মামুন কয়াল, রফিকুল কয়াল নেদাসহ কয়েকজন রতনের ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। ভারত থেকে বনের ভেতর দিয়ে গরু আনার কথা বলে নিয়ে গেলেও দুই দিন পরে এসে ভাইকে বাঘে খেয়েছে বলে প্রচার করে তারা। এ সময় রতনের সঙ্গে যাওয়া মুছাসহ অন্যরা অক্ষত থাকার বিষয়ে জানতে চাইলে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার প্রস্তাব দেয় চোরাচালানে জড়িতরা।
এ বিষয়ে বিষয়ে প্রধান অভিযুক্ত মামুন কয়াল বলেন, ‘রতনকে গরু আনার জন্য পাঠানো হলে বনের মধ্যে সে বাঘের কবলে পড়ে নিহত হয়। পরবর্তীতে মিথ্যা মামলা দিলেও পুলিশ তদন্তে কোন সত্যতা না পেয়ে ফাইনাল দিছে। পুনরায় নারাজি দেওয়ায় বাদীর সঙ্গে সামান্য বাদানুবাদ হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক সঞ্জয় দত্ত বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্নের আশা করছি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, স্বতন্ত্র একটি সংস্থা রতন শেখ নিখোঁজের বিষয়টি তদন্ত করায় পুলিশের কিছু করার নেই। তবে মামলার বাদী বা সাক্ষীদের কেউ কোনো প্রকার হুমকি ধামকি ভয়ভীতি দেখালে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‘ছাওয়ালডা বেঁচে আছে–নাকি মরে গেছে এতটুকু জানতি চাই’, চারডে বছর হতি গেছে আজও তার কোনো সন্ধান পাচ্ছি নে’ কথাগুলো শেষ না হতেই কান্নায় ভেঙে পড়েন কফিল উদ্দীন শেখ (৭১)।
স্বজনদের চেষ্টায় নিজেকে সামলে এ বৃদ্ধ বলেন, ‘গরু আনার কথা বলে তারা নে গেল, সক্কলি ফিরে এলেও শুধু আমার সন্তানডার হদিস নেই, জঙ্গলে মেরে ফিরে এসে এখন আবার মামলা তুলতি হুমকি দেচ্ছে।’
তথ্য মতে, জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা কফিল উদ্দীন শেখ। ২০২১ সালে ২০ জানুয়ারি রাতে ভারত থেকে অবৈধভাবে গরু আনার কথা বলে তার ছেলে রতন শেখকে স্থানীয় চোরাকারবারিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ অবদি তার কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনার থানায় অভিযোগ দিলে পুলিশ আমলে না নিলে কফিল উদ্দীন আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে থানায় মামলায় দায়ের হলেও কোন কুল কিনারা হয়নি। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়ার পাশাপাশি সাক্ষীদের নানাভাবে হয়রানি করছে আসামিরা।
রতনের বোন রত্না বেগমসহ স্থানীয়রা জানান, সাহেবখালীর মামুন কয়াল, রফিকুল কয়াল নেদাসহ কয়েকজন রতনের ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। ভারত থেকে বনের ভেতর দিয়ে গরু আনার কথা বলে নিয়ে গেলেও দুই দিন পরে এসে ভাইকে বাঘে খেয়েছে বলে প্রচার করে তারা। এ সময় রতনের সঙ্গে যাওয়া মুছাসহ অন্যরা অক্ষত থাকার বিষয়ে জানতে চাইলে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার প্রস্তাব দেয় চোরাচালানে জড়িতরা।
এ বিষয়ে বিষয়ে প্রধান অভিযুক্ত মামুন কয়াল বলেন, ‘রতনকে গরু আনার জন্য পাঠানো হলে বনের মধ্যে সে বাঘের কবলে পড়ে নিহত হয়। পরবর্তীতে মিথ্যা মামলা দিলেও পুলিশ তদন্তে কোন সত্যতা না পেয়ে ফাইনাল দিছে। পুনরায় নারাজি দেওয়ায় বাদীর সঙ্গে সামান্য বাদানুবাদ হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক সঞ্জয় দত্ত বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্নের আশা করছি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, স্বতন্ত্র একটি সংস্থা রতন শেখ নিখোঁজের বিষয়টি তদন্ত করায় পুলিশের কিছু করার নেই। তবে মামলার বাদী বা সাক্ষীদের কেউ কোনো প্রকার হুমকি ধামকি ভয়ভীতি দেখালে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৪ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৭ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৫ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪৩ মিনিট আগে