বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পশুর নদে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ মিলেছে। আজ বুধবার দুপুরে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামসংলগ্ন পশুর নদ থেকে নৌ-পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
লাশের পরনে কালো প্যান্ট, হালকা কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামস উদ্দিন বলেন, নৌ-পুলিশের সদস্যরা পশুর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বেতারবার্তা দেওয়া হয়েছে। লাশটি কীভাবে কোথা থেকে এল জানতে কাজ শুরু করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনসংলগ্ন পশুর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। ওই নারীর গলায় মোটা দড়ি বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত।
বাগেরহাটের পশুর নদে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ মিলেছে। আজ বুধবার দুপুরে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামসংলগ্ন পশুর নদ থেকে নৌ-পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
লাশের পরনে কালো প্যান্ট, হালকা কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামস উদ্দিন বলেন, নৌ-পুলিশের সদস্যরা পশুর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বেতারবার্তা দেওয়া হয়েছে। লাশটি কীভাবে কোথা থেকে এল জানতে কাজ শুরু করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনসংলগ্ন পশুর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। ওই নারীর গলায় মোটা দড়ি বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত।
বাংলাদেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্ এয়ার অ্যাস্ট্রা গর্বের সঙ্গে আজ ২৪ নভেম্বর নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করল। যাত্রার শুরু থেকেই এয়ার অ্যাস্ট্রা বাংলাদেশে বিমান পরিবহনে নতুন মাত্রা যোগ করেছে। নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টির নতুন মানদণ্ড স্থাপন করেছে।
১ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৩৪ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৩৬ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৩৮ মিনিট আগে