Ajker Patrika

গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

ইবি প্রতিনিধি 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী জাকির হোসেন। আজ সোমবার সকালে ওই ইউনিভার্সিটির ভর্তি কমিটিকে ই-মেইল পাঠিয়ে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

জাকির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে মাস্টার্সে ভর্তির অফার পেয়েছিলাম। তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পরে এক ফেসবুক পোস্টে জাকির হোসেন লেখেন, ‘আমার একাডেমিক যাত্রার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিয়েছি। আমি সম্মানিত বোধ করেছি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি প্রোগ্রামে মাস্টার্সের জন্য ভর্তির প্রস্তাব পেয়ে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে আমি সেই অফারটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। আমি বিশ্বাস করি, এমন সময়ে ব্যক্তিগত সিদ্ধান্তগুলো বিবেক ও ন্যায়ের শক্তিশালী বার্তা বহন করতে পারে। আমার হৃদয় গাজার সঙ্গে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত