Ajker Patrika

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে কাটা পড়লেন বৃদ্ধ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে কাটা পড়লেন বৃদ্ধ 

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান একজন বৃদ্ধ। নিচে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়, নিহতের নাম শেখ মারুফ হোসেন (৬৬)। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে। 

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত