মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

খুলনার ডুমুরিয়ায় দুই যুবকের থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), একই এলাকার তুহিন শেখ (৩০), রিয়াজ উদ্দিন (২৩) ও রাহুল মোল্লা (২১)। 

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার (২৭) ও শান্ত সরদার (২১) মোটরসাইকেল ভাড়া করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন উপজেলার গোনালী গ্রামের শিবপদ বিশ্বাস (৪৮)। তাঁরা ঘটনাস্থল গোলাপদহা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের গতিরোধ করে পাশের একটি ঘেরে নিয়ে যান। 

অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেন। এরপর প্রান্ত সরদারের মোবাইল ফোন থেকে তাঁর মায়ের কাছে ফোন করিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। প্রান্ত সরদারের মা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ছদ্মবেশে প্রান্তর মাকে সঙ্গে নিয়ে মুক্তিপণ দেওয়ার নামে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে। 

একই সঙ্গে ছিনিয়ে নেওয়া ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক শিবপদ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছে। এতে ওই চারজনকেই আসামি করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত