জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠালেন জাপা নেতা প্রশান্ত বিশ্বাস

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবিদেবর–ভাবির দ্বন্দ্বে বিভক্ত জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। দলের যুগ্ম–মহাসচিব সাদ এরশাদকে দল থেকে বহিষ্কার করায় তাঁকে এ নোটিশ দেওয়া হয়। এতে দ্রুত ক্ষমা চেয়ে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা হুমকি দেওয়া হয়েছে।

আজ রোববার রেজিস্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশটি পাঠান খুলনার বটিয়াঘাটা উপজেলা জাপার সদস্যসচিব আইনজীবী প্রশান্ত কুমার বিশ্বাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ন্যায়বিচারের জন্য লিগ্যাল নোটিশ করেছি। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি করে নোটিশটি পাঠানো হয়েছে।’ 

নোটিশে বলা হয়েছে, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু দল থেকে বহিষ্কৃত। নতুন কাউন্সিলে কাউন্সিলরদের সর্বসম্মতিতে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ দলের যুগ্ম–মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

সেটি জানার পরও জিএম কাদের দল থেকে আমার নেতা রাহগীর আল মাহি সাদ এরশাদকে বহিষ্কার করতে পারেন না। কারণ, তিনি তো দলের চেয়ারম্যানই নন। তিনি দল থেকে অব্যাহতির কথা বলে বিজ্ঞপ্তি প্রচার করে জনসম্মুখে আমার নেতার মানহানি করেছেন। 

নোটিশে আরও বলা হয়েছে, এই রকম সংবাদ প্রচার করে আমার নেতার ১০০ কোটি টাকার সম্মানের ক্ষতি করেছেন। একই সঙ্গে পেনাল কোডের ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে–২০১৮–এর ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন। তাই পল্লীবন্ধুপুত্র সাদ এরশাদের আদর্শের প্রতি আদর্শিক হয়ে আপনাকে স্ব–উদ্যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। এ ছাড়া দ্রুত ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার না করেন তাহলে আপনার (জিএম কাদের) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশি, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম–সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম–প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম–মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত