খুলনা প্রতিনিধি
ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (৬০) মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান দিদার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ী মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নেন খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে মহানগর ও বিএনপির নেতারা হাসপাতালে উপস্থিত হন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, ‘দিদারুল ইসলাম ছিলেন বিএনপির একজন নিবেদিত কর্মী। তাঁর মৃত্যুতে ডুমুরিয়ায় দলের শূন্যতা পূরণের নয়। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (৬০) মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান দিদার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ী মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নেন খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে মহানগর ও বিএনপির নেতারা হাসপাতালে উপস্থিত হন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, ‘দিদারুল ইসলাম ছিলেন বিএনপির একজন নিবেদিত কর্মী। তাঁর মৃত্যুতে ডুমুরিয়ায় দলের শূন্যতা পূরণের নয়। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়ায় হয়রানি, অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দিনাজপুর দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
৯ মিনিট আগেআমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার, সিও ও ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনইনি। এখন তুলনা করতে গেলে পাহাড় পুরোটাই শান্ত।
১৪ মিনিট আগেপাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেডে এলিগ্যান্ট স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ৪৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেডে কারখানার সামনে চাকরিচ্যুত শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে
৩২ মিনিট আগেলালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩২ মিনিট আগে