Ajker Patrika

মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত তসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত
যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত তসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

মেহেরপুরে চার বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে তসলিম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এই রায় দেন। এর পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত তসলিম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবনপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন তসলিম উদ্দিন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৩ সালের ২২ আগস্ট শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আসাদুজ্জামান। আর বাদীপক্ষের আইনজীবি ছিলেন রোকেয়া খাতুন ও অ্যাড. আব্দুল আলিম। দ্রুত সময়ের মধ্যে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের স্বজনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত