তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। উপজেলার হাজরাকাটি-কাঠবুনিয়া গ্রামে যাতায়াতের প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কারকাজ চলছে।
হাজরাকাটি-কাঠবুনিয়া রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খামারের খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই গত সোমবার থেকে স্থানীয় বাসিন্দারা ও ঘের মালিকেরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১৬ থেকে ২০ জন স্থানীয় বাসিন্দা রাস্তা সংস্কারের কাজ করছেন। ট্রলিতে করে আধলা ইট ও ভিটবালি বহন করে রাস্তায় আনছেন। অনেকে সেই ইট ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।
স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তা ধসে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির সময় ঘেরের পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, মাছ ও মুরগির খামারিরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করছেন তাঁরা।
রাস্তা সংস্কারকাজের উদ্যোগীদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা বজলু বিশ্বাস, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সমাজ সেবক নুর ইসলাম বিশ্বাস, অসিত সাহা, দিবাস চন্দ্র ঘোষসহ অনেকে।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ করেছি। বৃষ্টির মধ্যে সংস্কার কাজ করা যাবে না। বৃষ্টির পরে কাজ হবে।’
সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। উপজেলার হাজরাকাটি-কাঠবুনিয়া গ্রামে যাতায়াতের প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কারকাজ চলছে।
হাজরাকাটি-কাঠবুনিয়া রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খামারের খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই গত সোমবার থেকে স্থানীয় বাসিন্দারা ও ঘের মালিকেরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১৬ থেকে ২০ জন স্থানীয় বাসিন্দা রাস্তা সংস্কারের কাজ করছেন। ট্রলিতে করে আধলা ইট ও ভিটবালি বহন করে রাস্তায় আনছেন। অনেকে সেই ইট ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।
স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তা ধসে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির সময় ঘেরের পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, মাছ ও মুরগির খামারিরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করছেন তাঁরা।
রাস্তা সংস্কারকাজের উদ্যোগীদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা বজলু বিশ্বাস, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সমাজ সেবক নুর ইসলাম বিশ্বাস, অসিত সাহা, দিবাস চন্দ্র ঘোষসহ অনেকে।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ করেছি। বৃষ্টির মধ্যে সংস্কার কাজ করা যাবে না। বৃষ্টির পরে কাজ হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
৪১ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে