মেহেরপুর প্রতিনিধি
দেশের যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের লোকজন কখনো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, বৃষ্টিপাত দেরিতে হওয়ায় সারা দেশে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। বৃষ্টি শুরু হয়েছে, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সব সময় অসহায় মানুষের পাশে ছিলেন। খাবার, অক্সিজেন থেকে শুরু করে ওষুধসামগ্রী নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষকরে ধান কাটা থেকে শুরু করে এখন ডেঙ্গু পরিস্থিতিতেও তাঁরা সকলের পাশে আছেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের কাজ দেশে সংকট তৈরি করা। জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া। কখনই ভালো কাজ করা তাদের পক্ষে সম্ভব না। সব সময় দেশকে অস্থিতিশীল রাখাই তাদের মূল কাজ।’
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহম্মেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় এক হাজার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।
দেশের যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের লোকজন কখনো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, বৃষ্টিপাত দেরিতে হওয়ায় সারা দেশে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। বৃষ্টি শুরু হয়েছে, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সব সময় অসহায় মানুষের পাশে ছিলেন। খাবার, অক্সিজেন থেকে শুরু করে ওষুধসামগ্রী নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষকরে ধান কাটা থেকে শুরু করে এখন ডেঙ্গু পরিস্থিতিতেও তাঁরা সকলের পাশে আছেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের কাজ দেশে সংকট তৈরি করা। জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া। কখনই ভালো কাজ করা তাদের পক্ষে সম্ভব না। সব সময় দেশকে অস্থিতিশীল রাখাই তাদের মূল কাজ।’
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহম্মেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় এক হাজার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।
বাংলাদেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্ এয়ার অ্যাস্ট্রা গর্বের সঙ্গে আজ ২৪ নভেম্বর নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করল। যাত্রার শুরু থেকেই এয়ার অ্যাস্ট্রা বাংলাদেশে বিমান পরিবহনে নতুন মাত্রা যোগ করেছে। নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টির নতুন মানদণ্ড স্থাপন করেছে।
২ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৩৫ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৩৬ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৩৯ মিনিট আগে