Ajker Patrika

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যের মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭: ১৭
পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে আফজাল হোসেন (২৬) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুল হাই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান সদর ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই আরও বলেন, আফজাল ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। আজই তাঁর ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে তিনি নিজের ঘরে ফ্যান চালাতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত