মাগুরা প্রতিনিধি
ঈদুল আজহার এক সপ্তাহ বাকি থাকলেও মাগুরায় জমে ওঠেনি পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতাদের অভিযোগ, হাট প্রকৃত বিক্রেতাদের দখলে নেই। দালালেরাই নিয়ন্ত্রণ করছে হাট। এর ফলে গরুর দাম তুলনামূলক বেশি।
মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড় বাড়েনি। গেল বছরগুলোতে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে যেখানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়; এবার ভিড় কমার কারণ বলছেন বিভিন্ন ক্রেতা।
মাগুরা কলেজপাড়ার বাসিন্দা মো. ওয়াজেদ আলী বলেন, ‘প্রতিবছর ঈদে ঢাকা থেকে মাগুরায় আসি। পরিবারের সবাই আনন্দ নিয়ে ঈদ উদ্যাপন করি। কিন্তু এবার গরু কিনতে এসে খুব অবাক হচ্ছি। যে গরুর দাম দেড় লাখ হওয়ার কথা, সেটি চাইছে আড়াই লাখ টাকা। হাট ঘুরে দেখলাম, একই দলের ব্যক্তিরা পুরো হাটে থাকা পশুর দাম নির্ধারণ করছেন, যা খুবই হতাশ করছে আমাদের।’
গরু কিনতে আলমখালী হাটে আসা এক মসজিদের ইমাম মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে এলাকার একজন সঙ্গে নিয়ে এসেছে। গরু পাচ্ছি, কিন্তু দাম খুব বেশি। প্রকৃত গরুর মালিক মনে হচ্ছে এরা না। ব্যাপারী কিংবা দালাল শ্রেণিরা হাট নিয়ন্ত্রণ করছে। তাই গরুর দাম বেশি। বাড়িতে চলে যাচ্ছি, বাজেট কম তাই।’
হাটে দালালদের সংখ্যা বেশির অভিযোগ অস্বীকার করেন হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার। তিনি বলেন, ‘হয়তো দু-একজন এটা গোপনে করতে পারে। কিন্তু পুরো হাটে এটা সম্ভব নয়। তবে আমরা ধরতে পারলে ব্যবস্থা নেব।’
এদিকে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এবার প্রায় ৮২ হাজার গরু ও ছাগল লালন-পালন করেছেন খামারিরা। গত বছর জেলায় কোরবানির পশু ছিল ৩২ হাজার। এবার কোরবানির পশুর কোনো সংকট নেই।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম শাউনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর যে চাহিদা, সে অনুপাতে যথেষ্ট রয়েছে। তাই দাম সহনশীল রাখতে খামারিদের অনুরোধ করা হচ্ছে। আমাদের ১২টি ভেটেরিনারি টিম বিভিন্ন হাটে কাজ করছে। আশা করা যায় মাগুরায় কোরবানির পশুর যে পর্যাপ্ততা, তাতে জেলার বাইরেও খামারিরা পশু বিক্রি করতে পারবেন।’
ঈদুল আজহার এক সপ্তাহ বাকি থাকলেও মাগুরায় জমে ওঠেনি পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতাদের অভিযোগ, হাট প্রকৃত বিক্রেতাদের দখলে নেই। দালালেরাই নিয়ন্ত্রণ করছে হাট। এর ফলে গরুর দাম তুলনামূলক বেশি।
মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড় বাড়েনি। গেল বছরগুলোতে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে যেখানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়; এবার ভিড় কমার কারণ বলছেন বিভিন্ন ক্রেতা।
মাগুরা কলেজপাড়ার বাসিন্দা মো. ওয়াজেদ আলী বলেন, ‘প্রতিবছর ঈদে ঢাকা থেকে মাগুরায় আসি। পরিবারের সবাই আনন্দ নিয়ে ঈদ উদ্যাপন করি। কিন্তু এবার গরু কিনতে এসে খুব অবাক হচ্ছি। যে গরুর দাম দেড় লাখ হওয়ার কথা, সেটি চাইছে আড়াই লাখ টাকা। হাট ঘুরে দেখলাম, একই দলের ব্যক্তিরা পুরো হাটে থাকা পশুর দাম নির্ধারণ করছেন, যা খুবই হতাশ করছে আমাদের।’
গরু কিনতে আলমখালী হাটে আসা এক মসজিদের ইমাম মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে এলাকার একজন সঙ্গে নিয়ে এসেছে। গরু পাচ্ছি, কিন্তু দাম খুব বেশি। প্রকৃত গরুর মালিক মনে হচ্ছে এরা না। ব্যাপারী কিংবা দালাল শ্রেণিরা হাট নিয়ন্ত্রণ করছে। তাই গরুর দাম বেশি। বাড়িতে চলে যাচ্ছি, বাজেট কম তাই।’
হাটে দালালদের সংখ্যা বেশির অভিযোগ অস্বীকার করেন হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার। তিনি বলেন, ‘হয়তো দু-একজন এটা গোপনে করতে পারে। কিন্তু পুরো হাটে এটা সম্ভব নয়। তবে আমরা ধরতে পারলে ব্যবস্থা নেব।’
এদিকে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এবার প্রায় ৮২ হাজার গরু ও ছাগল লালন-পালন করেছেন খামারিরা। গত বছর জেলায় কোরবানির পশু ছিল ৩২ হাজার। এবার কোরবানির পশুর কোনো সংকট নেই।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম শাউনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর যে চাহিদা, সে অনুপাতে যথেষ্ট রয়েছে। তাই দাম সহনশীল রাখতে খামারিদের অনুরোধ করা হচ্ছে। আমাদের ১২টি ভেটেরিনারি টিম বিভিন্ন হাটে কাজ করছে। আশা করা যায় মাগুরায় কোরবানির পশুর যে পর্যাপ্ততা, তাতে জেলার বাইরেও খামারিরা পশু বিক্রি করতে পারবেন।’
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি বরের খালা দিপালী রানী নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে নগরীর জিরো পয়েন্টে ব্লকেড সৃষ্টি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বুধবারের সব ক্লাস ও অ্যাসেসমেন্ট বর্জন করেছেন তাঁরা।
৭ মিনিট আগেরাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্যসচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী ল
১০ মিনিট আগেযৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার মামলার বাদী মোরসালিনের সাবেক স্ত্রী সেঁজুতি বিনতে সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। একই সঙ্গে মোরসালিনকে
১৬ মিনিট আগে