ডিবিবিএলের এজেন্ট শাখায় ডাকাতি: ১০০ দিনেও সূত্র মেলেনি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১১: ৪৮
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২: ১২

বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজারের ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সাড়ে তিন মাসের বেশি সময় পার হলেও রহস্য উদ্‌ঘাটন হয়নি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা।

ভাটখালী বাজারের ডাচ্‌ বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিচালক মো. নাইম রাকিব বলেন, ‘গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ভাটখালী বাজারের ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় দুবার মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ তিনি আরও বলেন, ঘটনার পরদিন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও মোরেলগঞ্জ থানার তৎকালীন ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আউটলেটের সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয় পুলিশকে। কিন্তু এরপর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও এখনো কোনো কিছুই হয়নি।

বাজারের মুরগি ব্যবসায়ী মো. মেহেদী হাসান বলেন, ‘বাজারে ২০০-এর মতো ব্যবসায়ী রয়েছেন। বেশির ভাগ ব্যবসায়ী ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে লেনদেন করি। পাশাপাশি সেখানে সিন্দুক থাকায় কিছু টাকা ও মূল্যবান জিনিসপত্রও রাখতাম। সিসি ক্যামেরা থাকার পরেও এত বড় ঘটনা ঘটল, কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।’

এ বিষয়ে ভাটখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তালুকদার ফারুক হোসেন বলেন, পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছিল যে ডাকাতির ঘটনা উদ্‌ঘাটিত হবে। কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় এজেন্ট আউটলেটের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত