Ajker Patrika

মেহেরপুর কলেজে ৮৩ প্রজাতির ভেষজ চারা রোপণ

প্রতিনিধি, মেহেরপুর (খুলনা) 
মেহেরপুর কলেজে ৮৩ প্রজাতির ভেষজ চারা রোপণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ভেষজ উদ্ভিদ উদ্যানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বনায়ন প্রকল্পের উদ্যোগে ৪০০ ভেষজ গাছ লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার। এরই মধ্যে ৮৩ প্রজাতির ওষধি গাছ লাগানো হয়েছে। 

এ সময় কলেজের অধ্যক্ষ বলেন-বর্তমান সময়ে এ ধরনের ওষধি গাছ বিলুপ্তির পথে। এই বাগানটি কলেজের শিক্ষার্থীদের জন্য করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে দুর্লভ জাতের এসব গাছের নাম, বৈজ্ঞানিক নামসহ পরিচিত হতে এবং পরিবেশ বিষয়ে অনেক কিছু জানতে পারে। এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ ফুয়াদ হোসেন, খেজমত আলী, বিএটিবির রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ আহমেদ তালুকদার, এরিয়া লিফ ম্যানেজার এ এস এম কামাল সহ কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

বিএটিবির রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ আহমেদ তালুকদার জানান, তাঁরা এই কলেজে বনায়নের মাধ্যমে ২০ একর জমিতে বৃক্ষ রোপণ এবং প্রায় ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে ফল গাছ লাগিয়েছে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তারা নিয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা নির্মল পরিবেশের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের প্রয়োজনীয়তা ও গাছের গুণাগুণ সম্পর্কে সরাসরি জ্ঞান পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত