Ajker Patrika

কয়রায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

খুলনার কয়রায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আছাদুল নামের এক মৎস্যজীবী আহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই যুবক আমাদী ইউনিয়নের বেজাপাড়া গ্রামের সবুর সানার ছেলে। এদিকে আহত মৎস্যজীবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ইয়াছিন ও আছাদুল শনিবার রাতে বেজপাড়া বিলে মাছ ধরার জন্য রবিন মিস্ত্রীর জমির ওপর দিয়ে যাচ্ছিলেন। ওই জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। এ সময় ফাঁদে দুজনই বিদ্যুতায়িত হয়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইয়াছিনকে মৃত্যু ঘোষণা করেন। 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত