ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম অপরিবর্তিত, অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নাম বাস্তবায়নের দাবিতে একই বিভাগের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষ পৃথক মানববন্ধন করে।
বর্তমানে বিভাগটির নাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই নাম রাখা পক্ষের শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম অপরিবর্তিত রাখতে হবে। গত ২৮ অক্টোবর বিভাগে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।
অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পক্ষের শিক্ষার্থীদের দাবি, ‘পাঁচ মাসের টালবাহানার পর যদি কোনোক্রমে একাডেমিক কাউন্সিল এবং পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও টালবাহানা করা হয়, তাহলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইসলাম বলেন, ‘আমাদের বিভাগের বর্তমান নামের সঙ্গে জিওগ্ৰাফি-সম্পর্কিত অনেক বিষয় পড়ানো হয়। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিভাগ নেই। সরকারি ও বেসরকারি চাকরি বাজারে জিওগ্ৰাফির সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি।’
অপরদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের বিভাগের ৭টি ব্যাচ রয়েছে। অনার্সে অধ্যয়নরত ৯২ শতাংশ শিক্ষার্থীরা চায়, নাম পরিবর্তন হোক। আমি ভর্তি হয়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্ৰাফি দেখে।’
শিক্ষার্থী আব্দুর রহমান আরও বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্তে উপনীত না হয়, তাহলে এই নামে বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালু হবে না এবং আমরা আমরণ অনশনে বসে পড়ব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘সিন্ডিকেট সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত করা হয়েছে। সেখানে সবার আলোচনা ও মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম অপরিবর্তিত, অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নাম বাস্তবায়নের দাবিতে একই বিভাগের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষ পৃথক মানববন্ধন করে।
বর্তমানে বিভাগটির নাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই নাম রাখা পক্ষের শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম অপরিবর্তিত রাখতে হবে। গত ২৮ অক্টোবর বিভাগে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।
অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পক্ষের শিক্ষার্থীদের দাবি, ‘পাঁচ মাসের টালবাহানার পর যদি কোনোক্রমে একাডেমিক কাউন্সিল এবং পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও টালবাহানা করা হয়, তাহলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইসলাম বলেন, ‘আমাদের বিভাগের বর্তমান নামের সঙ্গে জিওগ্ৰাফি-সম্পর্কিত অনেক বিষয় পড়ানো হয়। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিভাগ নেই। সরকারি ও বেসরকারি চাকরি বাজারে জিওগ্ৰাফির সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি।’
অপরদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের বিভাগের ৭টি ব্যাচ রয়েছে। অনার্সে অধ্যয়নরত ৯২ শতাংশ শিক্ষার্থীরা চায়, নাম পরিবর্তন হোক। আমি ভর্তি হয়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্ৰাফি দেখে।’
শিক্ষার্থী আব্দুর রহমান আরও বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্তে উপনীত না হয়, তাহলে এই নামে বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালু হবে না এবং আমরা আমরণ অনশনে বসে পড়ব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘সিন্ডিকেট সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত করা হয়েছে। সেখানে সবার আলোচনা ও মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে।’
মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
১৭ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো জায়গা বা ভাগাড় না থাকায় তা ফেলা হচ্ছে নদীতে। ফলে অস্তিত্বের সংকটে পড়েছে জেলার ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। এতে পরিবেশ দূষিত হচ্ছে, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আবর্জনার স্তূপে মৃতপ্রায় নদীটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি..
২১ মিনিট আগেকক্সবাজার শহরের উত্তর পাশ ঘেঁষে মহেশখালী চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে মিশেছে খরস্রোতা নদী বাঁকখালী। এ নদীর মোহনা ঘিরেই গড়ে উঠেছে দেশের প্রধান পর্যটন শহরের ব্যবসা-বাণিজ্য। কিন্তু সেই নদীই দখল-দূষণে এখন সরু খালে পরিণত হচ্ছে। প্রভাবশালী দখলদারেরা নদীতীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক...
২৫ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
২ ঘণ্টা আগে