চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এ ছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
আজ সোমবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার ডাকাতি মামলার আসামি আজিজুল শেখকে (২৮) কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি দামুড়হুদা থানার একটি ডাকাতি মামলার আসামি। আজ সোমবার দুপুর পর্যন্ত পালিয়ে যাওয়া আজিজুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া তিন পুলিশ সদস্য হলেন, সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মো. মিলন হোসেন ও মোছা. বেনজির নাহার। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। সদস্য হিসেবে আছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের পরিদর্শক আব্দুল বারেক।
চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী ও পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন রকি জানান, চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে গ্রেপ্তার ছিলেন। রোববার ছিল ওই মামলার ধার্য তারিখ। তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে আদালত এলাকায় নিয়ে আসা হয়। আদালত চত্বরে কারাগারের গাড়ি থেকে নামার পরপরই তিনি কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তিনজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এ ছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
আজ সোমবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার ডাকাতি মামলার আসামি আজিজুল শেখকে (২৮) কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি দামুড়হুদা থানার একটি ডাকাতি মামলার আসামি। আজ সোমবার দুপুর পর্যন্ত পালিয়ে যাওয়া আজিজুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া তিন পুলিশ সদস্য হলেন, সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মো. মিলন হোসেন ও মোছা. বেনজির নাহার। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। সদস্য হিসেবে আছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের পরিদর্শক আব্দুল বারেক।
চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী ও পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন রকি জানান, চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে গ্রেপ্তার ছিলেন। রোববার ছিল ওই মামলার ধার্য তারিখ। তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে আদালত এলাকায় নিয়ে আসা হয়। আদালত চত্বরে কারাগারের গাড়ি থেকে নামার পরপরই তিনি কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তিনজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
৬ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
১৪ মিনিট আগে১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
১ ঘণ্টা আগে