Ajker Patrika

মনিরামপুরে শিশুকে ধর্ষণের মামলায় দাদা গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা
মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় দাদা লুৎফর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে মা তাদের দুই ভাইবোনকে ফেলে চলে যান। মাসখানেক আগে দাদা একবার শিশুটিকে ধর্ষণ করেছেন। এ ছাড়া একাধিকবার তিনি শিশুটির স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছেন। বিষয়টি পরিবারের লোকজন জানার পর পারিবারিকভাবে লুৎফর রহমানকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন।

ওসি বলেন, গত রোববার শিশুটির নানি তাঁদের দেখতে আসেন। ওই সময় শিশুটি দাদার বাড়িতে থাকতে আপত্তি তুলে নানির সঙ্গে চলে যেতে চায়। নানি কারণ জানতে চাইলে সে তার সঙ্গে ঘটে যাওয়া দাদার কথা জানান।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পরে সোমবার রাত ১১টার দিকে পুলিশ গিয়ে লুৎফর রহমানকে আটক করে শিশুটিকে হেফাজতে নেয়।

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, রাতেই শিশুটির চাচাতো নানি বাদী হয়ে দাদা লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত