Ajker Patrika

মাগুরায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ভ্যানচালক নিহত

মাগুরা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় মোহাম্মদ আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর বাজারের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মোহাম্মদ আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহম্মদপুরের দিক থেকে একটি বাস দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যান বিনোদপুর চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ভ্যানকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত