নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মো. ইমানুর রহমান (৪০) নামে এক মালয়েশিয়াপ্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমানুর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফায়েক উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া থেকে লোহাগড়াগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী ইমানুর রহমান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মো. ইমানুর রহমান (৪০) নামে এক মালয়েশিয়াপ্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমানুর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফায়েক উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া থেকে লোহাগড়াগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী ইমানুর রহমান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জন মোংলা। আটকদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
২১ মিনিট আগেনওগাঁয় চলতি মৌসুমে ফুলকপি নিয়ে বড় বিপাকে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতে প্রতিটি ফুলকপি ৫০-৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে কৃষক পর্যায়ে তা নেমে এসেছে মাত্র ২-৪ টাকায়। চাষিদের দাবি, তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
২৭ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলার জাতপুর, আলাদীপুর ও পাঁচরোখী বিলে স্থায়ী জলাবদ্ধতার কারণে ১৭৫ হেক্টর জমিতে ইরি বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তালার কপোতাক্ষ নদ ও খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর সঙ্গে এসব বিলের সংযোগ খাল দীর্ঘদিন খনন না হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের জমির মালিক ও দরিদ্র কৃষকে
৩ ঘণ্টা আগেনদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ
৩ ঘণ্টা আগে