Ajker Patrika

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
ড. এম শিহাবউদ্দিন। ছবি: সংগৃহীত
ড. এম শিহাবউদ্দিন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা ড. এম শিহাবউদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আশাশুনি থানার কাকবসিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আশাশুনির কাকবসিয়া গ্রামের নেয়ামুদ্দীন গাজীর ছেলে ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ৫ আগস্টের পর সাতক্ষীরা সিটি কলেজ থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন বলেন, ‘৫ আগস্ট প্রতাপনগরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি করে তিনজনকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত