মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২০ মিনিট আগেপুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৩৭ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে