Ajker Patrika

আইফোন নিয়ে থানায় হাজির ভিক্ষুক, মালিক পাচ্ছে না পুলিশ

আইফোন নিয়ে থানায় হাজির ভিক্ষুক, মালিক পাচ্ছে না পুলিশ

চুয়াডাঙ্গা জীবননগরে একটি আইফোন বাজারে কুড়িয়ে পেয়েছেন দাবি করেছেন এক ভিক্ষুক। এরপর তিনি মোবাইলটি নিয়ে থানায় গিয়ে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। এ দিকে ফোনটিতে মাত্র দুটি নম্বর সেভ রয়েছে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ‘বাবা’ নামে সেভ করা নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে অপর প্রান্ত থেকে মোবাইলটি তাদের ছেলের নয় বলে পুলিশকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আইফোনটি নিয়ে জীবননগর থানায় হাজির হন আব্দুস সোবহান (৭৫) নামের শারীরিক প্রতিবন্ধী ওই ভিক্ষুক। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বসবাস করে ভিক্ষা করেন।

ভিক্ষুক আব্দুস সোবহান বলেন, ‘আমার বাড়ি বরিশালে। আমি জীবননগরে ভিক্ষা করে সংসার চালাই। আজ দুপুরে ভিক্ষা করতে করতে জীবননগর বাজারে মোবাইলটি পড়ে পাই। আমি মোবাইলের মালিককে চিনি না। মোবাইল আসল মালিকের কাছে দেওয়ার জন্য থানায় এসেছি।’

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুস সোবহান নামের একজন ভিক্ষুক একটি আইফোন রাস্তায় পড়ে পেয়েছিল। তিনি ফোনটি থানায় দিয়ে গেছেন। ফোনে দুটি নম্বর ছিল। এর মধ্যে বাবা নামে একটি নম্বর ছিল। আমরা সেই নম্বরে যোগাযোগ করছিলাম। তবে তিনি ফোনটি তাঁর ছেলের নয় বলে জানিয়েছে।’

ওসি আরও বলেন, ‘আমরা ধারণা করছি তিনি হয়তো ফোনের আসল মালিক না। বা অন্য কোনো কারণ থাকতে পারে। ফোনটি এখন আমাদের হেফাজতে আছে। কেউ ফোনের মালিকানার কাগজপত্র দেখালে আমরা তাঁর হাতে হস্তান্তর করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত