কারাগারে পাঠানো হলো মেহেরপুর জামায়াতের সাবেক আমিরকে  

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ১৫

মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর ছমির উদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক ওয়ালিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে জামায়াতের ডাকা হরতালে শহরের কোর্ট রোডে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়। এ মালায় ছমীর উদ্দীনকে ৮ নম্বর আসামি করা হয়। তারপর থকেই তিনি যুক্তরাস্ট্রে অবস্থান করছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। দীর্ঘ সময় পর তিনি মেহেরপুরে এসে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। এ সময় বিচারক জামিন নামুঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত