Ajker Patrika

ডুমুরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় বাসের চালকসহ দুজন নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৮
ডুমুরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় বাসের চালকসহ দুজন নিহত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য জানান।

নিহত দুজন হলেন বাসচালক বরগুনার আমতলী এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬) এবং বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২)। এ ঘটনায় আহত খুলনার সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াছিন হোসেন (১৯) হাসপাতালে চিকিৎসাধীন।

চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে যাত্রী নামাচ্ছিল। এ সময় বাসের চাকায় সমস্যা হলে চালক ও সহকারী তা ঠিক করার জন্য নিচে নেমে আসেন।

এ সময় খুলনা থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) বাসের পেছন থেকে ধাক্কা দেয়। তাতে বাসচালক বশির মৃধা, তাঁর সহকারী ইয়াছিন হোসেন ও পূর্ণ চন্দ্র দাস গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বশির মৃধা ও পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নজরুল ইসলাম (৪৬) ও তাঁর সহকারী শান্ত হোসেনকে (২২) আটক করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। তা ছাড়া ডলফিন পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানটি চুকনগর হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত