নির্মাণাধীন স্কুলের জানালার গ্রিলে ঝুলছিল শ্রমিকের মরদেহ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ১৯
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০২

মাগুরার মহম্মদপুরে এক নির্মাণাধীন বিদ্যালয় থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ওই শ্রমিকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত মন্নু মোল্যা মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকার ওহিদ মোল্যার ছেলে। মন্নু তাঁর আপন মামা কাঞ্চন বিশ্বাসের সঙ্গে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণশ্রমিকের কাজ করতেন। 

মৃতের মামা কাঞ্চন বিশ্বাস বলেন, মন্নু গত মঙ্গলবার নির্মাণশ্রমিকের কাজে যোগ দেয়। বাড়ি থেকে আসার পর দেখছি তার মন খারাপ ছিল। রাতে সবাই এক জায়গা ঘুমাতাম। রাত ১০টার পর আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি দরজা খোলা। মন্নুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন ভবনের জানালার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে সবাইকে ডাক দিই। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে যান। পরে পুলিশকে জানানো হয়। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাশ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত