খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে কেন্দ্রীয় ডেসপাসে এই নোটিশ বোর্ড স্থাপন করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম নোটিশ বোর্ডের উদ্বোধন করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রীয় ডেসপাসের এই মনিটরকে ডিজিটাল নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার করা হবে। এখানে সব ধরনের নোটিশ প্রদর্শিত হবে। প্রথম প্রশাসনিক ভবনে এটি শুরু হলেও পর্যায়ক্রমে তিনটি একাডেমিক ভবনের প্রবেশমুখে এ রকম ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভবনগুলোর ডিনদের উদ্যোগী হতে হবে।’
রেজাউল করিম আরও বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবী প্রযুক্তিনির্ভর হচ্ছে। ফলে সর্বত্রই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও এ রকম প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তিনি স্বল্প সময়ে এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।’
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন অধ্যাপক নিহার রঞ্জন সিংহ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. আইনুল মঈন নূর।
এর আগে, গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম। এ সময় খুবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতে আরও বেশি যত্নবান হতে মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে কেন্দ্রীয় ডেসপাসে এই নোটিশ বোর্ড স্থাপন করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম নোটিশ বোর্ডের উদ্বোধন করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রীয় ডেসপাসের এই মনিটরকে ডিজিটাল নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার করা হবে। এখানে সব ধরনের নোটিশ প্রদর্শিত হবে। প্রথম প্রশাসনিক ভবনে এটি শুরু হলেও পর্যায়ক্রমে তিনটি একাডেমিক ভবনের প্রবেশমুখে এ রকম ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভবনগুলোর ডিনদের উদ্যোগী হতে হবে।’
রেজাউল করিম আরও বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবী প্রযুক্তিনির্ভর হচ্ছে। ফলে সর্বত্রই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও এ রকম প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তিনি স্বল্প সময়ে এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।’
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন অধ্যাপক নিহার রঞ্জন সিংহ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. আইনুল মঈন নূর।
এর আগে, গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম। এ সময় খুবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতে আরও বেশি যত্নবান হতে মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৩ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৭ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে