Ajker Patrika

ইবিতে র‍্যাগিং বিরোধী শোভাযাত্রা

ইবি প্রতিনিধি
ইবিতে র‍্যাগিং বিরোধী শোভাযাত্রা

‘র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং বিরোধী শোভাযাত্রা হয়েছে। আজ রোববার প্রশাসনিক ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘র‍্যাগিংয়ের সঙ্গে শারীরিক-মানসিক এমন কী মৃত্যু পর্যন্ত মিশে গেছে। এটা আমাদের মর্যাদা ও মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না। শুধু রাজনৈতিক স্লোগান দেওয়া ছাত্র সংগঠনগুলোর কাজ নয়, মানবিক ও বসবাসযোগ্য দেশ বানাতে হলে এ ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’  

অ্যান্টি র‍্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। 

আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহসভাপতি ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, সাধারণ সম্পাদক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের সভাপতি ড. রেবা মণ্ডল ও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত