মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় দানা মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোংলায় দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। তবে বাতাসের গতিবেগ বেশি ছিল না।
সারা দিন বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয় বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ। ঘূর্ণিঝড়কে ঘিরে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-১ জারি করেছে। অ্যালার্ট বাড়লেই তখন বন্দরে সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। সেখানে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে সুন্দরবনের চরগুলোতে। জোয়ারে পানিও বৃদ্ধি পাচ্ছে। রাতের জোয়ারে ৩ থেকে ৪ ফুট পানি বাড়তে পারে।’
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ‘এখানে প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ১ হাজার ৩২০ জন স্বেচ্ছাসেবক। সেই সঙ্গে মেডিকেল টিম, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনা খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি।’
ঘূর্ণিঝড় দানা মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোংলায় দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। তবে বাতাসের গতিবেগ বেশি ছিল না।
সারা দিন বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয় বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ। ঘূর্ণিঝড়কে ঘিরে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-১ জারি করেছে। অ্যালার্ট বাড়লেই তখন বন্দরে সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। সেখানে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে সুন্দরবনের চরগুলোতে। জোয়ারে পানিও বৃদ্ধি পাচ্ছে। রাতের জোয়ারে ৩ থেকে ৪ ফুট পানি বাড়তে পারে।’
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ‘এখানে প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ১ হাজার ৩২০ জন স্বেচ্ছাসেবক। সেই সঙ্গে মেডিকেল টিম, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনা খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি।’
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৩ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৬ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৪ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪২ মিনিট আগে