কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপি ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে মিলে রাজনৈতিক বেয়াদবি করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন জাসদের সম্মেলন সভায় বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।’
‘অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই’ উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দিতে হবে।’
হাসানুল হক ইনু আরও বলেন, ‘বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগসন্ধানী দল যোগ হচ্ছে, সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি না, সেটাই দেখার বিষয়।’
বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন ইনু।
এ সময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন।
বিএনপি ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে মিলে রাজনৈতিক বেয়াদবি করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন জাসদের সম্মেলন সভায় বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।’
‘অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই’ উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দিতে হবে।’
হাসানুল হক ইনু আরও বলেন, ‘বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগসন্ধানী দল যোগ হচ্ছে, সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি না, সেটাই দেখার বিষয়।’
বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন ইনু।
এ সময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন।
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নিহত তিন যুবক ভবুঘরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির নেতারা বলেছেন, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় দোষ থাকলে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর দোষী না হলে তাঁর মর্যাদা সমুন্নত রাখা হোক। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম
১ ঘণ্টা আগে