মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলা সুন্দরবন থেকে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামে এক ঝালাই মিস্ত্রিকে (ওয়েল্ডিং মিস্ত্রি) আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়।
আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণবাগ থানা এলাকার আব্দুল আজিজের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় কিছু টাকা ও একটি মোবাইল ফোন।
তিনি বলেন, আটক ইসমাইল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার নিজের তৈরি করা এ অস্ত্রটি কোন একটি গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে আটক করা হয়। আর তার নামে জেলার রামপাল থানায় দুইটি মাদক মামলাও রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ (শনিবার) দুপুরে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বাগেরহাটের মোংলা সুন্দরবন থেকে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামে এক ঝালাই মিস্ত্রিকে (ওয়েল্ডিং মিস্ত্রি) আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়।
আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণবাগ থানা এলাকার আব্দুল আজিজের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় কিছু টাকা ও একটি মোবাইল ফোন।
তিনি বলেন, আটক ইসমাইল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার নিজের তৈরি করা এ অস্ত্রটি কোন একটি গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে আটক করা হয়। আর তার নামে জেলার রামপাল থানায় দুইটি মাদক মামলাও রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ (শনিবার) দুপুরে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম বলেছেন, ‘২০১৫ সালের ৬ জানুয়ারি ভোরে ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম।’
৫ মিনিট আগেবৃহস্পতিবার অফিস ছুটির সময় ৫৪ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুতের কথা জানানো হয়। রোববার থেকে তাঁদের অফিসে আসতে হবে না। অতিরিক্ত জনবল দেখিয়ে সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) বগুড়ার কারখানা থেকে এভাবেই তাঁদের চাকরিচ্যুত করা হয়।
৯ মিনিট আগেশেরপুরে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগেবাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন।
৩৫ মিনিট আগে