ধানখেতে ইঁদুর মারার ফাঁদ, বিদ্যুতায়িত হয়ে বউ-শাশুড়ির মৃত্যু

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৭: ১৬
Thumbnail image

খুলনার দাকোপে বিদ্যুতায়িত হয়ে পুত্রবধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হরিণটানা গ্রামের চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তাঁর ছেলের বউ টুম্পা গাইন (৩৬)। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। বেলা ১১টার দিকে শাশুড়ি চপলা গাইন ধানখেতের সবজি তুলতে গেলে বিদ্যুতায়িত হন। তাঁর আর্তচিৎকারে টুম্পা গাইন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, ধানখেতে বৈদ্যুতিক সংযোগ থাকায় খেতের আইলে সবজি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। 

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত