বাগেরহাট প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলায় আগামীকাল রোববার ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, ‘আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যরা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্র যাচ্ছেন। ব্যালট পেপার যাবে আগামীকাল রোববার সকালে।’
মাহফুজুর রহমান জানান, এবারের নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোংলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
তিনটি উপজেলায় ১৯৩ কেন্দ্রে ৪ লাখ ৭৮ হাজার ৬২৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মোংলায় একটি পৌরসভা ও ৬ ইউনিয়নে ৪৮ ভোটকেন্দ্রে ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন ভোটার রয়েছেন।
মোরেলগঞ্জে ১ পৌরসভা ও ১৬ ইউনিয়নে ১১১ কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন ভোট দিতে পারবেন। শরণখোলায় ৪ ইউনিয়নে ৩৪ ভোটকেন্দ্র ১ লাখ ৭৫৪ জন ভোট দিতে করবেন।
এসব উপজেলার সব কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে গেলেও, তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ ৭৪ কেন্দ্রে আজকেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় জানিয়েছে।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট কর্মকর্তাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবির ভ্রাম্যমাণ দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলায় আগামীকাল রোববার ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, ‘আজ শনিবার দুপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যরা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্র যাচ্ছেন। ব্যালট পেপার যাবে আগামীকাল রোববার সকালে।’
মাহফুজুর রহমান জানান, এবারের নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোংলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
তিনটি উপজেলায় ১৯৩ কেন্দ্রে ৪ লাখ ৭৮ হাজার ৬২৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মোংলায় একটি পৌরসভা ও ৬ ইউনিয়নে ৪৮ ভোটকেন্দ্রে ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন ভোটার রয়েছেন।
মোরেলগঞ্জে ১ পৌরসভা ও ১৬ ইউনিয়নে ১১১ কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন ভোট দিতে পারবেন। শরণখোলায় ৪ ইউনিয়নে ৩৪ ভোটকেন্দ্র ১ লাখ ৭৫৪ জন ভোট দিতে করবেন।
এসব উপজেলার সব কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে গেলেও, তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ ৭৪ কেন্দ্রে আজকেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় জানিয়েছে।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট কর্মকর্তাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবির ভ্রাম্যমাণ দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে (২৩) সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৪ মিনিট আগেশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ভাবাও বোধ হয় ঠিক নয়।
৩৫ মিনিট আগেনেত্রকোনায় ঘর থাকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
৪৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ও অবিলম্বে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনসংলগ্ন
১ ঘণ্টা আগে