গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। দামও ভালো পাওয়া খুশি চাষিরা। পাশাপাশি বিচালিতেও ভালো দাম পাচ্ছেন। বিঘা প্রতি বিচালিতেই উঠছে ১০ থেকে ১২ হাজার টাকা। সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষাণীরা।
উপজেলার বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমনের ফলন ও দামে খুশি তাঁরা। তবে কারেন্ট প্রকার আক্রমণে কিছু চাষির ফলন বিপর্যয় হয়েছে।
বালিয়া ঘাট মাঠের আমন চাষি আনারুল ইসলাম বলেন, এ বছর আমনে ভালো ফলন হয়েছে। বিঘা পতির ১৭ থেকে ১৮ মণও হয়েছে। প্রথমে কারেন্ট পোকার একটু আক্রমণ থাকলেও কীটনাশক ব্যবহার করে তা সেরে গিয়েছিল। মাঠের অধিকাংশ চাষির ধান ভালো হয়েছে এবং ফলনও ভালো হয়েছে।
তেরাইল মাঠের আমন চাষি শরিফুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমন চাষ করি। এ বছর ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ১৮-১৯ মণ হয়েছে। ধান ঘরে তুলতে আমার সঙ্গে বাড়ির সবাই আনন্দ নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, আমন আবাদ করতে গিয়ে বিঘা প্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়। যখন ঘরে ধান তোলা হয় তখন এই খরচের কথার মনে থাকে না। তা ছাড়া এবার বিচালির যে পরিমাণ দাম তাতে ভালো লাভ হচ্ছে। এক বিঘা বিচালি ১০-১২ হাজার টাকা বিক্রয় হচ্ছে। ধানের খরচটা বিচালিতে উঠে যাচ্ছে।
ব্যবসায়ী মোহাম্মদ সপন আলী বলেন, বর্তমানে ধানের বাজার দর ১ হাজার ১৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা মণ চলছে। তবে দাম বাড়বে কিনা বলা যাচ্ছে না।
গাংনী উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। ফলন ও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তা ছাড়া বিচালির দামও অনেক। উপজেলা কৃষি কর্মকর্তারা চাষির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফলন ভালো হয়েছে। যেসব চাষিদের ধানে পোকা আক্রমণ করেছে তাদের একটু ফলন বিপর্যয় হয়েছে। তবে যে ফলনের ঘাটতি তারা বিচালিতে পুষিয়ে নিচ্ছেন। তা ছাড়া ধানের ভালো দাম পেয়েও খুশি চাষিরা। এর সঙ্গে বিচালিরও ভালো দাম পাচ্ছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। দামও ভালো পাওয়া খুশি চাষিরা। পাশাপাশি বিচালিতেও ভালো দাম পাচ্ছেন। বিঘা প্রতি বিচালিতেই উঠছে ১০ থেকে ১২ হাজার টাকা। সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষাণীরা।
উপজেলার বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমনের ফলন ও দামে খুশি তাঁরা। তবে কারেন্ট প্রকার আক্রমণে কিছু চাষির ফলন বিপর্যয় হয়েছে।
বালিয়া ঘাট মাঠের আমন চাষি আনারুল ইসলাম বলেন, এ বছর আমনে ভালো ফলন হয়েছে। বিঘা পতির ১৭ থেকে ১৮ মণও হয়েছে। প্রথমে কারেন্ট পোকার একটু আক্রমণ থাকলেও কীটনাশক ব্যবহার করে তা সেরে গিয়েছিল। মাঠের অধিকাংশ চাষির ধান ভালো হয়েছে এবং ফলনও ভালো হয়েছে।
তেরাইল মাঠের আমন চাষি শরিফুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমন চাষ করি। এ বছর ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ১৮-১৯ মণ হয়েছে। ধান ঘরে তুলতে আমার সঙ্গে বাড়ির সবাই আনন্দ নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, আমন আবাদ করতে গিয়ে বিঘা প্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়। যখন ঘরে ধান তোলা হয় তখন এই খরচের কথার মনে থাকে না। তা ছাড়া এবার বিচালির যে পরিমাণ দাম তাতে ভালো লাভ হচ্ছে। এক বিঘা বিচালি ১০-১২ হাজার টাকা বিক্রয় হচ্ছে। ধানের খরচটা বিচালিতে উঠে যাচ্ছে।
ব্যবসায়ী মোহাম্মদ সপন আলী বলেন, বর্তমানে ধানের বাজার দর ১ হাজার ১৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা মণ চলছে। তবে দাম বাড়বে কিনা বলা যাচ্ছে না।
গাংনী উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। ফলন ও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তা ছাড়া বিচালির দামও অনেক। উপজেলা কৃষি কর্মকর্তারা চাষির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফলন ভালো হয়েছে। যেসব চাষিদের ধানে পোকা আক্রমণ করেছে তাদের একটু ফলন বিপর্যয় হয়েছে। তবে যে ফলনের ঘাটতি তারা বিচালিতে পুষিয়ে নিচ্ছেন। তা ছাড়া ধানের ভালো দাম পেয়েও খুশি চাষিরা। এর সঙ্গে বিচালিরও ভালো দাম পাচ্ছে।
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য নীতিমালা অনুযায়ী জরিপ, গণশুনানি, প্রকল্প স্থান নির্ধারণ, প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ৩০ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় রাত নামতেই শুরু হয় পদ্মা নদীর বালু লুটের মহোৎসব। প্রতিদিন প্রায় ৫০টি খননযন্ত্র (ড্রেজার) সক্রিয় থাকে ভোর পর্যন্ত। এতে ঝুঁকির মুখে পড়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধসহ দুই উপজেলার ডান তীর রক্ষা বাঁধ। প্রশাসন বলছে, আটক-জরিমানা করেও অবৈধ বালু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না।
৬ ঘণ্টা আগেবৃষ্টি দেখে দুশ্চিন্তায় পড়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের আলুচাষিরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। কৃষকেরা বলছেন, ভারী বৃষ্টি হলে আলুর জমির অনেক ক্ষতি হবে। আলুখেতে অতিরিক্ত পান
৬ ঘণ্টা আগেমায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
৬ ঘণ্টা আগে