চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরোজগঞ্জ বাজার ও শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় পৃথকভাবে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুই স্থানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে কোটাবিরোধী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে তাঁরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তাঁরা বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা সরোজগঞ্জ বাজারের ওপর অবস্থান কর্মসূচি পালনের সময় সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একই সময় একই স্থানে সরোজগঞ্জ বাজারের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অবস্থান কর্মসূচি ছিল। কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করেন। সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তাঁদের মারধরের চেষ্টা চালান। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছিল বলে লক্ষ্য করা গেছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
অপর দিকে, আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন। তবে সেখানে তাঁরা ছাত্রলীগের বাধার মুখে পড়েন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে মাসুদ রানা (২১) নামের এক শিক্ষার্থী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে রয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরোজগঞ্জ বাজার ও শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় পৃথকভাবে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুই স্থানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে কোটাবিরোধী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে তাঁরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তাঁরা বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা সরোজগঞ্জ বাজারের ওপর অবস্থান কর্মসূচি পালনের সময় সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একই সময় একই স্থানে সরোজগঞ্জ বাজারের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অবস্থান কর্মসূচি ছিল। কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করেন। সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তাঁদের মারধরের চেষ্টা চালান। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছিল বলে লক্ষ্য করা গেছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
অপর দিকে, আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন। তবে সেখানে তাঁরা ছাত্রলীগের বাধার মুখে পড়েন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে মাসুদ রানা (২১) নামের এক শিক্ষার্থী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে রয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
সিলেটে সাতটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে।
৭ মিনিট আগে‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১৪ মিনিট আগেগত ৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঘটনার পর থেকে দেশের উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
১৮ মিনিট আগে