Ajker Patrika

ডুমুরিয়ায় ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ফুচকা বিক্রেতা গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ফুচকা বিক্রেতা গ্রেপ্তার

খুলনার ডুমুরিয়ায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় গতকাল বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রবিউল ইসলাম গাজী (৪৫) উপজেলার বাদুরগাছা গ্রামের বাসিন্দা। তিনি একজন ফুচকা বিক্রেতা।

মামলা সূত্রে জানা গেছে, ফুচকা বিক্রেতা রবিউল ইসলাম আট মাস আগে ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় কয়েকটি অশ্লীল ছবি ধারণ করা হয়। পরে ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করে।

ভয় ও আতঙ্কে মেয়েটি পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা বিষয়টা টের পায়। এরপর গত ৩০ এপ্রিল খুলনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে মেয়েটি অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। পরে গতকাল থানায় মামলা করা হয়।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত