Ajker Patrika

মহম্মদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ-পুলিশের সংঘর্ষে দুজন নিহত 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮: ৪৭
মহম্মদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ-পুলিশের সংঘর্ষে দুজন নিহত 

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। 

আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকে আমিনুর রহমান কলেজ মোড়, মহম্মদপুর মডেল মসজিদের সামনে ও উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতা–কর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা সদরের জাঙ্গালিয়া এলাকায় মহম্মদপুর থানায় হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন মো. আহাদ মোল্যা (১৮)। তিনি উপজেলা সদরের ব্যাপারীপাড়া এলাকার ইউনুচ মোল্যার ছেলে। 

নিহত অন্য ব্যক্তি হলেন মো. সুমন শেখ (২০)। তিনি উপজেলা বালিদিয়া গ্রামের বাসিন্দা ও আমিনুর রহমান কলেজের ছাত্র। 

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের পার্টি অফিসসহ সরকারদলীয় নেতা–কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত