Ajker Patrika

মোটরসাইকেলে উল্টোপথের ডাম্পট্রাকের ধাক্কা, নারী নিহত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ১০: ৪০
মোটরসাইকেলে উল্টোপথের ডাম্পট্রাকের ধাক্কা, নারী নিহত

মাগুরার মহম্মদপুরে একটি মোটরসাইকেলের সঙ্গে মিনি ডাম্পট্রাকের সংঘর্ষে এক নারী নিহত ও তাঁর স্বামী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারী হলেন পারুল খাতুন (৩৫)। তাঁর আহত স্বামী হলেন শহিদুল ইসলাম সুমন। তাঁদের বাড়ি মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম। তিনি বলেন, ‘মিনি ডাম্পট্রাকে বালু ভরে নহাটা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছিল। ডাম্পট্রাকের চালক পালিয়ে গেছেন।’ 

স্থানীয়রা ও পুলিশ জানায়, শহিদুল ইসলাম সুমন মাগুরা জেলা জর্জকোর্টে পেশকার হিসেবে কর্মরত ছিলেন। জেলা শহরে বাসা ভাড়া করে থাকতেন। গতকাল রাতে অফিস শেষ করে সুমন তাঁর স্ত্রীকে নিয়ে মাগুরা থেকে মণ্ডলগাতী গ্রামের বাড়িতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। খলিশাখালী কবরস্থানের কাছে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  

দুর্ঘটনায় সুমন ও স্ত্রী পারুল গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন। সুমন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত