খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মো. মাহমুদুল হাসান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইরফান হুসাইন শিকদার, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. শৈবাল হাসান খান, রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে যাতে ৩ দশমিক ৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধানেরা, শিক্ষকেরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মো. মাহমুদুল হাসান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইরফান হুসাইন শিকদার, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. শৈবাল হাসান খান, রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে যাতে ৩ দশমিক ৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধানেরা, শিক্ষকেরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৬ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৯ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৭ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে