মানব পাচার প্রতিরোধে পথনাটক ও পটগান

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০: ৫৬
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান প্রদর্শনী। গতকাল খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে। ছবি: আজকের পত্রিকা

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় দিনব্যাপী পথনাটক ও পটগান প্রদর্শনী হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মানব পাচার একটি ঘৃণ্য অপরাধ। মানব পাচার প্রতিরোধে সরকারের সার্বিক অগ্রাধিকার রয়েছে। কোথাও যদি মানব পাচারের ঘটনা ঘটে বা কেউ যদি ধারণা করতে পারেন, তিনি প্রতারিত হয়ে পাচারের শিকার হতে যাচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন তাৎক্ষণিকভাবে সার্বিক সহযোগিতা দেবে।’

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ সাইফুল ইসলাম

বলেন, পাচারবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এ সময় পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দিনব্যাপী এই পটগান ও পথনাটক প্রদর্শনীর উদ্যোগকে স্বাগত জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোতাহার হোসেন, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উইনরক ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মাসনুন হক প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত