বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগের সময় বিতরণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী পাওয়া গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে।
আজ সোমবার দুপুরে এ খাদ্যসামগ্রীর সন্ধান পাওয়া যায়। এ সময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির সদস্য আবু হাসান, মোংলা উপজেলা নাগরিক কমিটির সদস্য খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট।
নাগরিক কমিটির সদস্যরা অভিযোগ করেন, ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের জন্য এসব খাদ্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এখানে শীতের কম্বলও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘মাত্র সাত দিন হয় এখানে যোগদান করেছি। গুদামে খাদ্যসামগ্রী থাকার বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। আজকে (সোমবার) আমি কার্যালয়েও ছিলাম না। তবে অফিসের স্টাফদের সঙ্গে কথা বলে জেনেছি, গেল ৭-৮ মাস আগে থেকে এ গুদামের চাবি ইউএনওর স্টাফদের কাছে ছিল। আর এটি সরকারি গুদাম, সরকারি পণ্য থাকতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁরা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে। মোংলা দুর্যোগপ্রবণ এলাকা। তাই জরুরি প্রয়োজনে বিতরণের জন্য হয়তো এগুলো রাখা হয়েছিল।’
যোগাযোগ করা হলে বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখছি।’
বাগেরহাটের মোংলায় বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগের সময় বিতরণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী পাওয়া গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে।
আজ সোমবার দুপুরে এ খাদ্যসামগ্রীর সন্ধান পাওয়া যায়। এ সময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির সদস্য আবু হাসান, মোংলা উপজেলা নাগরিক কমিটির সদস্য খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট।
নাগরিক কমিটির সদস্যরা অভিযোগ করেন, ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের জন্য এসব খাদ্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এখানে শীতের কম্বলও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘মাত্র সাত দিন হয় এখানে যোগদান করেছি। গুদামে খাদ্যসামগ্রী থাকার বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। আজকে (সোমবার) আমি কার্যালয়েও ছিলাম না। তবে অফিসের স্টাফদের সঙ্গে কথা বলে জেনেছি, গেল ৭-৮ মাস আগে থেকে এ গুদামের চাবি ইউএনওর স্টাফদের কাছে ছিল। আর এটি সরকারি গুদাম, সরকারি পণ্য থাকতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁরা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে। মোংলা দুর্যোগপ্রবণ এলাকা। তাই জরুরি প্রয়োজনে বিতরণের জন্য হয়তো এগুলো রাখা হয়েছিল।’
যোগাযোগ করা হলে বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখছি।’
মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
৭ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো জায়গা বা ভাগাড় না থাকায় তা ফেলা হচ্ছে নদীতে। ফলে অস্তিত্বের সংকটে পড়েছে জেলার ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। এতে পরিবেশ দূষিত হচ্ছে, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আবর্জনার স্তূপে মৃতপ্রায় নদীটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি..
১১ মিনিট আগেকক্সবাজার শহরের উত্তর পাশ ঘেঁষে মহেশখালী চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে মিশেছে খরস্রোতা নদী বাঁকখালী। এ নদীর মোহনা ঘিরেই গড়ে উঠেছে দেশের প্রধান পর্যটন শহরের ব্যবসা-বাণিজ্য। কিন্তু সেই নদীই দখল-দূষণে এখন সরু খালে পরিণত হচ্ছে। প্রভাবশালী দখলদারেরা নদীতীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক...
১৫ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
২ ঘণ্টা আগে