Ajker Patrika

মাগুরায় বজ্রপাতে ২ তরুণের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২১: ২২
মাগুরায় বজ্রপাতে ২ তরুণের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া এলাকায় তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজনের মধ্যে একজনের নাম মীর্জা মুহিত বেগ তন্ময় (২২)। তিনি কোরআনের হাফেজ ছিলেন। বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামের কৃষক মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে তিনি।

অপরজনের নাম মো. উমেদ আলী শেখ (২০)। তিনি একই ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আফরান শেখের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, আজ বিকেলের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কায় মুহিত মাঠে রাখা গম আনতে মাঠে যান। একই সময় চরপাড়ার মাঠে কৃষক মো. উমেদ আলী শেখ ধানখেতে সেচে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে উভয়ই আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুহিতের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘তিন ভাইয়ের মধ্যে মুহিত সবার ছোট। হাফেজি পড়া শেষ করে ঢাকার একটি মাদ্রাসায় পড়ালেখা করত। রমজানের ছুটিতে বাড়িতে এসে সে স্থানীয় মসজিদে তারাবির নামাজে ইমামতি করত।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, এ ঘটনায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত