ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন কৃষক

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৭: ০২
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭: ০৪

মাগুরার মহম্মদপুর উপজেলায় ধানখেতে সেচ দিতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা দেলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

সোহেল রানা (৩২) ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে সোহেল রানা ধানখেতে সেচ দেওয়ার জন্য জন্য বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন সোহেল রানা নিজের জমিতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে বিদ্যুতায়িত হয়ে পড়ে রয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ তাকে মৃত ঘোষণা করেন। 

সোহেল রানার বাবা আব্দুল গফুর মোল্যা বলেন, ধান খেতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। তাই বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল। অসাবধানতাবশত সেই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মারা গেছে। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মুন্সী বলেন, নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন কৃষক সোহেল রানা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত