খুলনা প্রতিনিধি
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আকাশ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। গ্রেপ্তারের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকাশ। কিছুক্ষণের মধ্যে ৭ থেকে ৮ জনের একদল সন্ত্রাসী তাঁকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি আকাশের কোমরের পেছনে বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
একটি সূত্রে জানা গেছে, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ওই সূত্র আরও জানায়, পূর্ব বানিয়াখামার এলাকার সাবেক সন্ত্রাসী শহীদুল ইসলাম তাঁর চাচা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ভাই হত্যা মামলার বাদী ছিলেন আকাশের বাবা। সন্ত্রাসীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য কয়েকবার বললেও তিনি মামলা তুলে নেননি। আকাশের বাবা হাফিজুল ইসলামকেও ২০০১ সালে নগরের একটি অভিজাত হোটেলের ভেতর সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে।
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আকাশ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। গ্রেপ্তারের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকাশ। কিছুক্ষণের মধ্যে ৭ থেকে ৮ জনের একদল সন্ত্রাসী তাঁকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি আকাশের কোমরের পেছনে বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
একটি সূত্রে জানা গেছে, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ওই সূত্র আরও জানায়, পূর্ব বানিয়াখামার এলাকার সাবেক সন্ত্রাসী শহীদুল ইসলাম তাঁর চাচা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ভাই হত্যা মামলার বাদী ছিলেন আকাশের বাবা। সন্ত্রাসীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য কয়েকবার বললেও তিনি মামলা তুলে নেননি। আকাশের বাবা হাফিজুল ইসলামকেও ২০০১ সালে নগরের একটি অভিজাত হোটেলের ভেতর সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৮ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে