শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমণে মো. কুদ্দুস গাজী (৫৭) নামে এক মৌয়াল আহত হয়েছেন। গতকাল সোমবার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগী এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গতকাল রোববার গভীর সুন্দরবনের কলাগাছিয়া নদীতে এ ঘটনা ঘটে।
আহত মো. কুদ্দুস গাজী (৫৭) উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
ভুক্তভোগী কুদ্দুস গাজী জানান, তিনি ছয় সদস্যের দল নিয়ে ২ মে মধু সংগ্রহের জন্য বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যান। গত রোববার মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। একসময় পানিতে একটি কুমির তার হাত কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় নিজে শরীরে শক্তি না পেলেও পাশে থাকা সহযোগীরা দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে পানির মধ্যে কয়েক মিনিট টানাহেঁচড়ার পর কুমির তাঁকে ছেড়ে দিয়ে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, ‘ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরি হয়েছে।’
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, সোমবার রাতে কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বন বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমণে মো. কুদ্দুস গাজী (৫৭) নামে এক মৌয়াল আহত হয়েছেন। গতকাল সোমবার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগী এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গতকাল রোববার গভীর সুন্দরবনের কলাগাছিয়া নদীতে এ ঘটনা ঘটে।
আহত মো. কুদ্দুস গাজী (৫৭) উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
ভুক্তভোগী কুদ্দুস গাজী জানান, তিনি ছয় সদস্যের দল নিয়ে ২ মে মধু সংগ্রহের জন্য বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যান। গত রোববার মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। একসময় পানিতে একটি কুমির তার হাত কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় নিজে শরীরে শক্তি না পেলেও পাশে থাকা সহযোগীরা দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে পানির মধ্যে কয়েক মিনিট টানাহেঁচড়ার পর কুমির তাঁকে ছেড়ে দিয়ে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, ‘ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরি হয়েছে।’
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, সোমবার রাতে কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বন বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
৩ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তুর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯ তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৬ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
৬ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
১৫ মিনিট আগে